এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষি, নার্সারী সৃজন, ফল ও ফুলের চাষ, বৈসার উঃপাদন , উৎপাদিত পন্যের প্রক্রিয়াকরণ ও বিপনন সহ উপার্জনমূখী নানান কর্মকান্ড পরিচলনার জন্য নিজেদের সঞ্চয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠার লক্ষ্যে সেভেনষ্টার সঞ্চয় ও ঋনদান কো-অপারেটিভ সোসাইটির রয়েছে বিভিন্ন সঞ্চয়ী ও ঋনদান প্রকল্প.